সভাপতির বাণী

বিদ্যা অর্জনে  প্রত্যেক নর-নারীর জন্য মৌলিক অধিকার।  শিক্ষা মানব জীবনে উন্নায়নের একটি উপায় বা মাধ্যম । এ শিক্ষাই মানুষ কে সুশৃঙ্খল করে তোলে । বর্তমানে আধুনিক শিক্ষার ব্যাপক বিস্তারের ক্ষেত্রে শিক্ষার্থীর আত্ন সত্তাকে বিকাশিত করার দিকে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। তাদের মধ্যে নিজেস্বতাবোধ জাগ্রত করে একটা নিজেস্ব অবস্থান গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য হওয়া প্রয়োজন।

 

সভাপতি,

মোঃ মইনুল ইসলাম

জলিলপুর মাধ্যমিক বিদ্যালয়।