জলিলপুর গ্রামটি মহেশপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তভুক্ত। গ্রামটির বেশির ভাগ মানুষই দরিদ্র সীমায় বসবাস করে। তাহাদের গ্রামে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ছেলে মেয়েরা মাধ্যমিক পর্যায়ের শিক্ষা হতে বঞ্ছিত হচ্ছে। এসব বিষয় বিবেচনা করে জলিলপুর গ্রাম বাসীর কিছু সংখ্যক বিদ্যানুরাগী মানুষ ২০০২ সালের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম মাস্টারের স্বরনাপর্ণ হন। তখন তিনি জলিলপুর গ্রামের কপোতাক্ষ নদের ধারে মহেশপুর সরকারী ডিগ্রি কলেজের কাছ ৫২ শতক জমি ক্রয় করে প্রতিষ্ঠানের নামে দলিল করে দেন। ঐ সময় বিদ্যানুরাগী জনাব এডভোকেট আমিরুল ইসলাম খাঁন চুন্নু এর হাতে দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠানটি বাঁশ, টিন ও ইট দ্বারা প্রথমিক ভাবে প্রতিষ্ঠিত হয়। তারপর গ্রামে গ্রামে লেখাপড়া বাদ দেওয়া শিক্ষার্থী সংগ্রহ করে ষষ্ঠ শ্রেণিতে ৪০ জন সপ্তম শ্রেণিতে ৪৫ জন অষ্টম শ্রেণিতে ৩৫ জন শিক্ষার্থী ভর্তি করে তার কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালে প্রতিষ্ঠানটি জুনিয়র বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পান। তারপর ২০১২ সালে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এডভোকেট শফিকুল আযম খাঁন চঞ্চল মাধ্যমিক স্বীকৃতি করে দেন। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি জুনিয়র ও মাধ্যমিক উভয়ই এক সাথে এম,পি,ও ভুক্তি হয়। বর্তমানে বিদ্যালয়টি ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারীসহ মোট ১৬ জন কর্মরত আছেন। বিদ্যালয়টিতে ২০২৩ সালে বর্তমানে ৪৯০ জন শিক্ষার্থী লেখাপড়া করে।
